Arjun Singh: 'মোদিজি বলতেন, সম্পর্ক কারও সঙ্গে খারাপ করা উচিত নয়', অর্জুনের মন্তব্যে বিজেপিতে ফেরার জল্পনা?
'দলে আমার প্রয়োজন ফুরিয়েছে। তৃণমূলের কাছে আমি আনওয়ান্টেড। আমাকে বেইজ্জত করা হল। না হলে আমাকে এমন করে ছুড়ে ফেলা হত না। মোদিজি বলতেন, সম্পর্ক কারও সঙ্গে খারাপ করা উচিত নয়', মন্তব্য অর্জুনের।