Arjun Singh: 'খুনি বা খুনি পরিবারের কাউকে দল যেন টিকিট না দেয়', ফের সপ্তমে অর্জুন-সোমনাথ সংঘাত
ফের সপ্তমে অর্জুন-সোমনাথ সংঘাত। ব্যারাকপুরের সাংসদকে ফের প্রকাশ্যে আক্রমণ জগদ্দলের তৃণমূল বিধায়কের। 'খুনি বা খুনি পরিবারের কাউকে দল যেন টিকিট না দেয়। একাধিক খুনের মামলায় চার্জশিট রয়েছে অর্জুন সিংহর বিরুদ্ধে। ইছাপুরে গোপাল মজুমদার খুনের মামলায় অভিযুক্ত অর্জুন সিংহ। যাঁরা খুনের মামলায় অভিযুক্ত তাঁরা কী ভাবে দলকে নেতৃত্ব দিতে পারে? অভিযুক্তদের দল থেকে বের করে দেওয়া হোক', মন্তব্য জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের।