Arjun Singh: 'কমিশন-তৃণমূল কোটি কোটি টাকা ডিল হয়েছে', বিস্ফোরক অভিযোগ অর্জুন সিংহের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কমিশন-তৃণমূল 'সেটিং', বিস্ফোরক অভিযোগ অর্জুন সিংহের। কমিশন-তৃণমূল কোটি কোটি টাকা ডিল হয়েছে। ভোটে সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল নির্বাচন কমিশন। বাংলায় নির্বাচন কমিশনের কোনও ভূমিকাই ছিল না। কোথাও বাহিনী পৌঁছতে পারেনি, কোথাও পালিয়েছে বাহিনী। ঠিকঠাক ভোট হলে বাংলার ছবি অন্য রকম হত, দাবি ব্যারাকপুরের পরাজিত বিজেপি প্রার্থী অর্জুন সিংহের।
খাস কলকাতায় চলল গুলি। মির্জা গালিব স্ট্রিটে চলল গুলি, গুলিবিদ্ধ ১ জন। হাসপাতালে ভর্তি করা হয়েছে গুলিবিদ্ধ ব্যক্তিকে। শ্যুটআউটের তদন্তে পার্ক স্ট্রিট থানার পুলিশ ও লালবাজারের গুন্ডাদমন শাখা
গতকাল রাতে পার্কস্ট্রিট এবং মির্জা গালিব স্ট্রিটের সংযোগস্থলে অশান্তি শুরু হয়। আশেপাশে দোকান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা শুরু হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের একাংশ জানাচ্ছেন, ওই এলাকায় ৭০-৮০ জন চলে এসেছিল আশেপাশের এলাকা থেকে। রাত সাড়ে-১২টা নাগাদ এই ঘটনা ঘটেছে বলে দাবি। ওই সময়েই ঝামেলার মাঝে গুলি চালিয়ে পালিয়ে গিয়েছে। পুলিশ এখানকারই বাড়ি থেকে গাড়িচালক এক ব্য়ক্তিকে তুলে নিয়ে গিয়েছে বলে দাবি, যিনি নির্দোষ। স্থানীয় বাসিন্দার দাবি, ছোট একটি ঝামেলা থেকে এতদূর ঝামেলা গড়ায়। শনিূবার দুপুর ১২টা পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।