Arjun Singh: 'তৃণমূল রামনবমীর মিছিল করছে, বোঝা যাচ্ছে, তাদের পায়ের নিচে মাটি নেই', মন্তব্য অর্জুনের

ABP Ananda LIVE: রামনবমী উপলক্ষে সেজে উঠছে ভাটপাড়া। তৎপরতা তুঙ্গে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। রামনবমী নিয়ে অর্জুন সিংহ ও সোমনাথ শ্যামের বাগযুদ্ধ তুঙ্গে। তৃণমূল রামনবমীর মিছিল করছে। এর থেকেই বোঝা যাচ্ছে, তাদের পায়ের নিচে মাটি নেই, মন্তব্য অর্জুনের। ভয় পেয়ে এসব কথা বলছেন অর্জুন, পাল্টা সোমনাথ শ্যাম। 

আরও খবর...

৬-এর ভোটের একবছর আগে ২৬ হাজার চাকরি-বাতিলে উত্তাল বাংলা। '৭০০ কোটির দুর্নীতি,' দাবি শুভেন্দুর, রাজ্যসভায় তৃণমূল সরকারের ইস্তফার দাবি বিজেপির। কবে হবে পরীক্ষা? কবে চাকরিহারাদের স্কুল বন্ধ? জবাব নেই সরকারের কাছে। যাঁর এজলাস থেকে শিক্ষা-দুর্নীতির পর্দাফাঁস, এবার তিনিই দিলেন নতুন ফর্মুলা। 'সৎ' রঞ্জনের অসৎ-কীর্তি সামনে এনেছিলেন উপেন বিশ্বাস। এবার সেই 'সৎ' রঞ্জনের গ্রামেই চাকরিহারাদের হাহাকার। সুপ্রিম-রায়ের বিরুদ্ধে রাস্তায় TMCP, কোচবিহারে বিজেপি অফিসের সামনে ব্যাপক উত্তেজনা। তৃণমূল বনাম তৃণমূলের লড়াইয়ে রণক্ষেত্র রাজারহাট, ৩০-৪০ রাউন্ড গুলি চলার অভিযোগ।

প্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল পাঁচলার স্কুলে ৬ জন শিক্ষকের। ৬ শিক্ষকের চাকরি বাতিল হওয়ায় মাথায় হাত স্কুল কর্তৃপক্ষের। 'শিক্ষক না থাকায় একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের সমস্যা হচ্ছে', প্রতিক্রিয়া প্রধান শিক্ষকের।

সল্টলেক সেক্টর ফাইভের ওয়েবেল মোড়ে বাসের ধাক্কায় মহিলা পথচারীর মৃত্যু। বারাসাত-সাঁতরাগাছি রুটের বাস ধাক্কা মারে বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় বলে খবর। ঘটনাস্থলে নব দিগন্ত ট্রাফিক গার্ড এবং ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। বাস এবং বাসের চালক আটক।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola