Arms recovered: পঞ্চায়েত ভোটের আগে মালদায় আবার আগ্নেয়াস্ত্র উদ্ধার হল
পঞ্চায়েত ভোটের আগে মালদায় আবার আগ্নেয়াস্ত্র (Arms) উদ্ধার হল। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে মানিকচকের জোত পাট্টা গ্রামে অভিযান চালায় পুলিশ (Police)। তুফানি মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার করে ২টি মাস্কেট ও ৩ রাউন্ড গুলি। বাড়ির মালিককে গ্রেফতার করেছে মানিকচক থানার পুলিশ। কোথা থেকে গুলি-আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল, কী কারণে মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।