
Arms Recovery: ফের খাস কলকাতায় অস্ত্র উদ্ধার, বিহার থেকে অস্ত্র পাচারের ছক ? উঠছে প্রশ্ন
ABP Ananda LIVE : অস্ত্র পাচারের এপিসেন্টার মালদা ? শিয়ালদার ঘটনাতেও মালদা যোগ ! ফের খাস কলকাতায় অস্ত্র উদ্ধার। শিয়ালদা স্টেশনে অস্ত্র সহ ধৃত এক ব্যক্তি। তার নাম হাসান শেখ। কিছুদিন আগে শিয়ালদা স্টেশন চত্ত্বর থেকে উদ্ধার হয়েছিল অস্ত্র। বারবার এই ঘটনায় প্রশ্নের মুখে শহর কলকাতার নিরাপত্তা। বিহার থেকে অস্ত্র পাচারের ছক ? উঠছে প্রশ্ন।
'বাকিদের জন্য কেন কোনও ব্যবস্থা নয়?' কোন প্রসঙ্গে প্রশ্ন হুমায়ুনের?
'শো কজে আমি ভয় পাই না'। 'আমি তার উত্তরও দিয়েছি'। 'আমি কোনও অন্যায় করিনি'। 'বিধানসভার ভিতরে কিছু বলিনি'। 'আমি আমার সিদ্ধান্তে অনড়'। 'আজ তো শুভেন্দু অধিকারী ভয়ে দিল্লি পালিয়ে গেলেন'। 'মুর্শিদাবাদে ওঁর গাড়ির চাকা আমি ঘুরতে দেব না'। 'অধীর চৌধুরীকে আমি আড়াই ঘণ্টা আটকে রেখেছিলাম'। 'তখন উনি রেলের প্রতিমন্ত্রী'। 'মুখ্যমন্ত্রী ফোন করায় তারপর ছেড়েছি'। 'এক্ষেত্রে আমি দেখব কী করে ঢোকে'। 'আমার জেলার কোনও কোনও নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে গোপনে যোগাযোগ রাখে'। 'আমার জেলা সভাপতি অপূর্ব সরকারের সঙ্গে শুভেন্দুর ভাইয়ের সরাসরি সম্পর্ক আছে'। 'রাজ্য নেতারা চাইলে আমি প্রমাণ করে দেব'। ঠুসো মন্তব্য প্রসঙ্গে দাবি হুমায়ুন কবীরের। সিদ্দিকুল্লা, সওকত, ফিরহাদ, কল্যাণরাও তো বলেন কেন বাকিদের জন্য কেন কোনও ব্যবস্থা নয়, প্রশ্ন হুমায়ুনের