Arms Recovered: জীবনতলায় অস্ত্র উদ্ধার কাণ্ডের ধৃত ২ জনকে নিয়ে অস্ত্রের দোকানে এসটিএফ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: জীবনতলায় অস্ত্র উদ্ধার কাণ্ডের ধৃত ২ জনকে নিয়ে অস্ত্রের দোকানে এসটিএফ । বিবাদি বাগে অস্ত্রের দোকানে এসটিএফের তল্লাশি । দোকান থেকে কার্তুজ ও বন্দুক কীভাবে বাইরে গেল? । বৈধ কাগজপত্র আছে কি না, তার খোঁজেই তল্লাশি
'কে বলেছে, আমি আমার ধর্মকে শ্রদ্ধা করব না?', বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়
ধর্ম নিয়ে বঙ্গ রাজনীতিতে তরজা চলছেই। নিউটাউনের একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বললেন, 'কে বলেছে, আমি আমার ধর্মকে শ্রদ্ধা করব না? আমরা প্রত্যেককে শ্রদ্ধা করি। সব সংস্কৃতিকে শ্রদ্ধা করি। অন্যদিকে শুভেন্দু অধিকারীর পাল্টা কটাক্ষ,'আপনাকে যে বলতে হচ্ছে আমি হিন্দু, আমি বন্দ্যোপাধ্যায় পরিবারের, খুব ভাল লাগছে।'
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কে বলেছে, আমি আমার ধর্মকে শ্রদ্ধা করব না? ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, লাইনে এসে গেছেন আপনি। সুন্দর লাইনে এসে গেছেন। বছর ঘুরলেই যেখানে বিধানসভা নির্বাচন। কিন্তু উন্নয়নের কথা দূরে সরিয়ে, এখন বিজেপি-তৃণমূলের মুখে শুধুই ধর্ম! যার সূচনা হয়েছে এবছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো ঘিরে বেনজির ছবিগুলো। কোথাও পুলিশের পাহারায় করতে হয়েছে পুজো।