Garbeta Elephant: পশ্চিম মেদিনীপুরের গড়বেতা এক নম্বর ব্লকে হাতির তাণ্ডব, দাপাল প্রায় ৪০ হাতি। Bangla News
পশ্চিম মেদিনীপুরের গড়বেতা এক নম্বর ব্লকে হাতির তাণ্ডব। ব্যাপক ক্ষয়ক্ষতি, ৩০ থেকে ৪০ টি হাতি দাপিয়ে বেড়ালো এলাকায়। মৃত্যু হয়েছে গবাদি পশুর, ভেঙে পড়েছে ৫টি মাটির বাড়ি, নষ্ট দেড়শো বিঘার ফসল। খবর দেওয়া হয়েছে স্থানীয় বিডিও ও প্রশাসনিক আধিকারিকদের।
Tags :
Elephant Ruckus Bangla News Bangla News Live Paschim Medinipur Bengali News ABP Ananda LIVE Garbeta ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News District