Arpita Mukherjee: পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ৩টি সম্পত্তির হদিশ মিলল

Continues below advertisement

SSC দুর্নীতি তদন্তে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ৩টি সম্পত্তির হদিশ মিলল। বেলঘরিয়া এলাকায় রয়েছে ২টি ফ্ল্যাট ও একটি বাড়ি। বেলঘরিয়া রথতলা এলাকায় অভিজাত ক্লাবটাউন হাইটসে রয়েছে অর্পিতার ২টি ফ্ল্যাট রয়েছে। একটি ব্লক টু-য়ে, আরেকটি ব্লক ফাইভে। আবাসনের সম্পাদক জানিয়েছেন, প্রতি মাসেই এখানে আসেন অর্পিতা। লালবাতি লাগানো গাড়িতে আসতেন VIP-রাও। ২টি ফ্ল্যাটই এই মুহূর্তে তালাবন্ধ। সূত্রের খবর, বেলঘরিয়ার দেওয়ানপাড়া এলাকায় একটি বাড়িতে থাকেন অর্পিতার মা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram