Arpita Mukherjee : ফ্ল্যাটের মেনটেন্যান্সের টাকা বকেয়া, ২০১৯-এর পুজোর চাঁদাও এখনও দেননি অর্পিতা !
তাঁর ফ্ল্যাট থেকেই মিলেছে গুপ্তধন ! রাশি রাশি টাকা আর তাল তাল সোনা ! অথচ এ হেন অর্পিতা মুখোপাধ্যায়েরই ফ্ল্যাটের মেনটেন্যান্সের টাকা বকেয়া ! এমনকি ২০১৯-এর পুজোর চাঁদার টাকাও এখনও দেননি অর্পিতা। এমনই দাবি করলেন, বেলঘরিয়ার ক্লাব টাউন হাইটস আবাসন কর্তৃপক্ষ।
Tags :
ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Arpitamukherjee Flatmaintenance