Ekhon Kolkata: অর্পিতা মুখোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ। একদিনের ইডি হেফাজতের নির্দেশ ব্যাঙ্কশাল কোর্টের। Bangla News

Continues below advertisement

ইডি হেফাজতে পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। অর্পিতা মুখোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ। একদিনের ইডি হেফাজতের নির্দেশ ব্যাঙ্কশাল কোর্টের। কাল ফের অর্পিতা মুখোপাধ্যায়কে আদালতে পেশ করা হবে। ‘একটা পেঁয়াজ পাওয়া গেছে, খোসা যত ছাড়ানো হবে, ততই তথ্য বেরোবে’। ব্যাঙ্কশাল কোর্টে সওয়াল ইডির আইনজীবীর। ‘আলিবাবার বাক্সর মতো উদ্ধার হয়েছে ৭৬ লক্ষ টাকার গয়না’। ‘ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাট থেকে উদ্ধার ২১ কোটি ৯০ লক্ষ টাকার নগদ’ । ‘কোথা থেকে পেলেন এত টাকা? জানতে হবে’। আদালতে সওয়াল ইডির আইনজীবীর। আইনজীবীদের উপস্থিতিতে অর্পিতাকে জেরার আর্জি মঞ্জুর


Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram