RG Kar Live: ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয়কে তুলে দেওয়া হল CBI এর হাতে | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: আর জি কর কাণ্ডের ধৃত সিভিক ভলান্টিয়ারের মেডিক্যাল টেস্ট করাল পুলিশ। আজই সিবিআই হেফাজতে সঞ্জয়। হাইকোর্টের নির্দেশের পরই আর জি কর-কাণ্ডে তৎপর CBI। দিল্লি থেকে এল বিশেষ টিম। দলে মেডিক্যাল ও ফরেন্সিক বিশেষজ্ঞরা। ধর্ষণ, খুন সহ ৪টি ধারায় মামলা রুজু।

রাজ্যজুড়ে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের ডাকা কর্মবিরতির জেরে প্রভাব পড়ল ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালের আউটডোর পরিষেবায়। সকাল থেকে বন্ধ টিকিট কাউন্টার। অস্ত্রোপচারের জন্য ডেট নিতে এসে আউটডোর বন্ধ থাকায়, ফিরে যেতে হয় রোগীদের। এর পাশাপাশি চলছে জুনিয়র চিকিৎসক ও নার্সিং পড়ুয়াদের অবস্থান-বিক্ষোভ ও কর্মবিরতি।

আর জি কর হাসপাতালের সেমিনার হলের উল্টোদিকের ঘর ভাঙা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা। তথ্য প্রমাণ নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ। 
'তদন্তভার CBI-কে দেওয়া হয়েছে, তারা জানে কী করতে হবে। দেওয়াল ভাঙার অভিযোগ CBI-কে জানান।এই মুহূর্তে আলাদা করে আবেদনপত্র দাখিল করার প্রয়োজন নেই। সেরকম পরিস্থিতি হলে সোমবার আবেদন দাখিল করবেন', মন্তব্য প্রধান বিচারপতির।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram