Swarupnagar News: অনুপ্রবেশের অভিযোগে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে গ্রেফতার

ABP Ananda LIVE: অনুপ্রবেশের অভিযোগে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে গ্রেফতার । বাংলাদেশ পুলিশের এক আধিকারিক। গতকাল স্বরূপনগরের হাকিমনগর সীমান্ত চৌকি থেকে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশ অফিসার আরিফুর জামানকে হাতেনাতে পাকড়াও করে BSF-এর ১৪৩ নম্বর ব্যাটালিয়ন। বাংলাদেশ পুলিশের আধিকারিকের বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগ রয়েছে। তাঁকে পুলিশের হাতে তুলে দেয় BSF. ধৃতের কাছ থেকে একটি পরিচয়পত্র উদ্ধার হয়েছে। কী উদ্দেশ্যে বাংলাদেশের পুলিশ আধিকারিক ভারতে ঢুকেছিলেন, খতিয়ে দেখা হচ্ছে। আজ তাঁকে আদালতে তোলা হবে। 

আরও খবর...

SIR বিতর্কের মধ্যেই এবার দেগঙ্গায় ভোটার তালিকায় কারচুপির অভিযোগ । শ্বশুরকে বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ । দূর সম্পর্কের মামাকে বাবা বানিয়ে ভোটার হয়েছেন কেউ, অভিযোগ বিজেপির
শ্বশুরকে বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম তোলায় অভিযুক্ত ১০ জন । দেগঙ্গার কলসুর পঞ্চায়েতের ২৫৩ নম্বর বুথে ভুরি ভুরি কারচুপির অভিযোগ । শ্বশুরকে বাবা দেখিয়ে নাম তোলার অভিযোগ স্বীকার এক অভিযুক্তের
কাটমানির বিনিময়ে নাম তোলার ব্যবস্থা করেছে তৃণমূল, অভিযোগ বিজেপির । ভোটার তালিকা সংযোজন-বিয়োজন কমিশনের কাজ, পাল্টা তৃণমূলের । নিয়ম মেনেই হয়েছে, অবৈধ হলে বিডিওকে জানাব, দাবি বুথের বিএলও-র

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola