Art Exhibition: নারী মনের বিভিন্ন প্রতিকৃতি, শিল্পী রাখি রায়ের একাধিক শিল্পকলা নিয়ে একক প্রদর্শনী
Continues below advertisement
নারী মনের বিভিন্ন প্রতিকৃতি, সেইসঙ্গে রূপকথার আনাগোনা, এমনই বিষয়ভাবনার ওপর ধরা দিল, শিল্পী রাখি রায়ের একাধিক শিল্পকলা। যা নিয়ে একক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে দক্ষিণ কলকাতার চারুবাসনা গ্য়ালারিতে। চলবে ২২ তারিখ পর্যন্ত।
Continues below advertisement