State Joint: কীভাবে নিয়েছিলেন পরীক্ষার প্রস্তুতি? এবিপি আনন্দে রাজ্য জয়েন্টে কৃতি দুই ছাত্র কিংশুক ও অর্থভ

Continues below advertisement

রাজ্য জয়েন্টে প্রথম হয়েছেন কিংশুক পাত্র, তৃতীয় হয়েছেন অর্থভ সিঙ্ঘানিয়া। এবিপি আনন্দে নিজেদের পড়াশোনা, পরীক্ষার প্রস্তুতি এই সমস্ত বিষয় নিয়ে কথা বললেন কিংশুক পাত্র ও অর্থভ সিঙ্ঘানিয়া। কী কী ভাবে প্রস্তুতি নিয়েছিলেন তাঁরা? বই নাকি ইন্টারনেট, কীসের ওপর নির্ভর ছিল পড়াশোনা? জানালেন সবই। 

অন্যদিকে, একই পরীক্ষাকেন্দ্র থেকে NEET-এ প্রথম ৬জন। আর এই নিয়ে দানা বেঁধেছে বিতর্ক।  স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে দিল্লি ও কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও হয়েছে। এই বিষয়ে NTA-এর কাছে রিপোর্ট চেয়েছে আদালত। র‍্যাঙ্কিংয়ে প্রথম একসঙ্গে ৬৭ জন। তার মধ্যে ৬ জন প্রথম হয়েছেন একই পরীক্ষাকেন্দ্র থেকে। ডাক্তারিতে ভর্তিতে অভিন্ন প্রবেশিকা NEET-এর এই ফল নিয়েই শুরু হয়েছে বিতর্ক। চলতি বছরের ৫ মে, ৪ হাজার ৭৫০টি কেন্দ্রে NEET হয়। চার জুন, লোকসভা ভোটের ফল প্রকাশের দিনই NEET-এর ফল প্রকাশ করে পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram