Arup Biswas: তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে অরূপ বিশ্বাসকে ইডির তলব | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: অ্যালকেমিস্ট চিটফান্ড মামলায় এবার অরূপকে ইডির তলব । তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে অরূপ বিশ্বাসকে ইডির তলব । তৃণমূলের অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য যাচাই করতে তলব: সূত্র । গতকাল তলব, ইডির কাছে সময় চাইলেন অরূপ বিশ্বাস । আবেদন বিবেচনা করে সিদ্ধান্ত, খবর ইডি সূত্রে । ২০১৪: ভোটের প্রচারে আর্থিক লেনদেনকে সামনে রেখে তলব: সূত্র । ইডির তলব, প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাইলেন না অরূপ  । সমন নিয়ে দলের বক্তব্য চিঠিতে ইডিকে জানিয়েছেন অরূপ: তৃণমূল সূত্র

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram