Rishra Violence: রাত নামতেই নতুন করে অশান্ত হয়ে উঠল রিষড়া, চার নম্বর রেলগেট এলাকায় তুমুল অশান্তি
Rishra Violence: রাত নামতেই নতুন করে অশান্ত হয়ে উঠল হুগলির (Hooghly) রিষড়া (Rishra)। ট্রেন লক্ষ্য করে পাথরবৃষ্টি, ব্যাপক বোমাবাজির (Bombing) অভিযোগ। পুলিশকে (Police) লক্ষ্য করেও উড়ে আসে একের পর এক ইট, পাথরের টুকরো। রিষড়ার চার নম্বর রেলগেট এলাকায় তুমুল অশান্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পাল্টা কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।