Asansol By poll Result: ২০২৪-এ বাংলার বেটি দিল্লি ‌যাচ্ছে, দাবি পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের। Bangla News

Continues below advertisement

‘এই ভোটে সরকার বদল হয় না। শত্রুঘ্ন সিন্‍‍হা (Shaturghan Sinha) মন্ত্রীও হবে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)  ‌যে মানুষের কাছে আর্জি রেখেছিলেন ‌যে দিল্লির সরকারকে একটা বার্তা দেওয়া দরকার। এই জবাবটা দিল্লিকে দেওয়া হল। ২০২৪-এ বাংলার বেটি দিল্লি ‌যাচ্ছে। পাণ্ডবেশ্বরের মানুষ ঝুলি ভরে মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধার্ঘ্য পাঠিয়েছে,’ বললেন পাণ্ডবেশ্বরের তৃণমূল (TMC) বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram