Asansol: আসানসোলে পানীয় জলের 'সঙ্কট', রাস্তায় নেমে প্রতিবাদ অগ্নিমিত্রা পালের।Bangla News
Continues below advertisement
আসানসোলে (Asansol) পানীয় জলের সঙ্কটের অভিযোগে রাস্তায় নামলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। আজ সকাল সাড়ে ১১টা নাগাদ আসানসোল পুরসভার সামনে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে ধর্নায় বসেন আসানসোল দক্ষিণের বিধায়ক। তাঁর অভিযোগ, পানীয় জলের সঙ্কট চললেও জল সরবরাহে কোনও উদ্যোগ নিচ্ছে না তৃণমূল পরিচালিত পুরসভা। তবে দু’ঘণ্টার বেশি সময় ধরে অবস্থানে বসে থাকলেও, অগ্নিমিত্রার সঙ্গে কোনও পুর আধিকারিকের দেখা হয়নি। পুরসভার তরফেও মেলেনি কোনও প্রতিক্রিয়া।
Continues below advertisement
Tags :
TMC BJP ABP Ananda Asansol ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Agnimitra Paul BJP Protest এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ অগ্নিমিত্রা পাল এবিপি আনন্দ Asansol Drinking Water Problem