Asansol News: পথচারীকে ধাক্কা শাসক নেতার গাড়ির, উত্তপ্ত আসানসোল | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: পথচারীকে ধাক্কা শাসক নেতার গাড়ির, উত্তপ্ত আসানসোল । পুরুলিয়ার তৃণমূল নেতার গাড়ির ভাঙচুর স্থানীয়দের 'প্রথমে একটি গাড়িকে ধাক্কা মারে পুরুলিয়ার তৃণমূল নেতা সন্তোষ সিংহের গাড়ি' তারপর এক পথচারীকে ধাক্কা শাসক নেতার গাড়ির, অভিযোগ স্থানীয়দের গাড়ি-সহ তৃণমূল নেতাকে আটক করেছে পুলিশ
আরও খবর...
গঙ্গারামপুরে আগ্নেয়াস্ত্র নিয়ে তৃণমূল কর্মীর শাসানি! দোকানে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে শাসানি তৃণমূল কর্মীর। তৃণমূল কর্মী পিন্টু ঘোষের শাসানির ছবি ভাইরাল। ঘটনার পর ফেরার অভিযুক্ত তৃণমূলকর্মী। অভিযুক্তদের বাড়িতে হানা পুলিশের, উদ্ধার কার্তুজ। তৃণমূলের কেউ যুক্ত থাকলে দল ব্যবস্থা নেবে, প্রতিক্রিয়া তৃণমূল ব্লক সভাপতির ।
কোন্নগরে কিশোরকে নির্মম নির্যাতন, এখনও অধরা অভিযুক্ত। আম পাড়তে যাওয়ায় কোন্নগরের কিশোরকে বেধড়ক মারধর। পেরেক লাগানো লাঠি দিয়ে মার, চোখে-মুখে ঘুষি মারার অভিযোগ
বাংলাদেশের ছাত্র আন্দোলনের মুখ ভারতের ভোটার! দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে বাংলাদেশি ভোটারের খোঁজ । বাংলাদেশে অগাস্ট আন্দোলনের অন্যতম মুখ ছিলেন অভিযুক্ত নিউটন দাস। বাংলাদেশের আন্দোলনে নিউটনের যোগ দেওয়ার ছবি ভাইরাল