Asansol: নিশ্চিন্দায় নিখোঁজ দুই মহিলা উদ্ধার আসানসোলে, আটক দুই রাজমিস্ত্রিও | Bangla News
Continues below advertisement
দুই জায়ের শিশু সন্তানকে নিয়ে নিখোঁজ হওয়ার ঘটনায় নাটকীয় মোড়। আজ সকালে আসানসোল (Asansol) স্টেশন থেকে দুই জা, শিশু, ও ২ রাজমিস্ত্রিকে আটক করল পুলিশ। গত ১৫ ডিসেম্বর হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকার বাসিন্দা দুই জা নিখোঁজ হন। একজনের সঙ্গে ছিল তাঁর ৭ বছরের সন্তানও। পুলিশ সূত্রে খবর, বাড়িতে একসময় কাজ করতে আসা ২ জন রাজমিস্ত্রির সঙ্গে ২ জায়ের সম্পর্ক হয়। সেই কারণেই তাঁরা বাড়ি ছেড়ে মুম্বই চলে যান। পুলিশ সূত্রে দাবি, সূত্র মারফত খবর মেলে, টাকা ফুরিয়ে আসায় তাঁরা রাজ্যে ফিরছেন। আসানসোল স্টেশনে নিশ্চিন্দা থানার পুলিশ ও জিআরপি (GRP) ফাঁদ পাতে। ট্রেন থেকে নামা মাত্র তাঁদের আটক করে পুলিশ।
Continues below advertisement
Tags :
ABP Ananda Howrah Asansol ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Two Ladies Arrest Fled With Masons