Asansol: নিশ্চিন্দায় নিখোঁজ দুই মহিলা উদ্ধার আসানসোলে, আটক দুই রাজমিস্ত্রিও | Bangla News

Continues below advertisement

দুই জায়ের শিশু সন্তানকে নিয়ে নিখোঁজ হওয়ার ঘটনায় নাটকীয় মোড়। আজ সকালে আসানসোল (Asansol) স্টেশন থেকে দুই জা, শিশু, ও ২ রাজমিস্ত্রিকে আটক করল পুলিশ। গত ১৫ ডিসেম্বর হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকার বাসিন্দা দুই জা নিখোঁজ হন। একজনের সঙ্গে ছিল তাঁর ৭ বছরের সন্তানও। পুলিশ সূত্রে খবর, বাড়িতে একসময় কাজ করতে আসা ২ জন রাজমিস্ত্রির সঙ্গে ২ জায়ের সম্পর্ক হয়। সেই কারণেই তাঁরা বাড়ি ছেড়ে মুম্বই চলে যান। পুলিশ সূত্রে দাবি, সূত্র মারফত খবর মেলে, টাকা ফুরিয়ে আসায় তাঁরা রাজ্যে ফিরছেন। আসানসোল স্টেশনে নিশ্চিন্দা থানার পুলিশ ও জিআরপি (GRP) ফাঁদ পাতে। ট্রেন থেকে নামা মাত্র তাঁদের আটক করে পুলিশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram