Ashim Sarkar: '১টা বোমা মারলে ১০টা বোমা', অসীম সরকারের মুখে অনুব্রত-বুলি । Bangla News

Continues below advertisement

এবার হরিণঘাটার বিজেপি বিধায়কের মুখে অনুব্রতর ভাষা। বোমাবাজি হলে দলীয় কর্মীদের পাল্টা বোমা ছোড়ার পরামর্শ বিধায়কের। উত্তর ২৪ পরগনার বাগদায় অসীম সরকারের বিতর্কিত মন্তব্য। ‘বিজেপি কর্মীরা প্রস্তুত, ১টা বোমা মারলে ১০টা বোমা মারার ক্ষমতা নিয়ে এগিয়ে যাবে’। ‘বোমা মারলে আমরা বসে থাকব না’, অসীম সরকারের মন্তব্যে বিতর্কও তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাসের। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram