বইমেলায় আসছে ‘ছবিওয়ালার গল্প’: ট্রাম লাইন থেকে যুদ্ধের ময়দান, অশোক মজুমদারের ৫০ বছরের যাত্রাপথ এবার মলাটবন্দী

Continues below advertisement

ABP Ananda LIVE : ক্যামেরা সাটারে তার আঙুল মানে নতুন কিছু। ছবি তোলা তার পেশা নয় বরং নেশা। তার ক্যামেরা শুধু মুহূর্তকে বন্দী করে না, গল্প বোনে। প্রায় পাঁচ দশক ধরে ছবি তুলে চলেছেন চিত্রসাংবাদিক অশোক মজুমদার। এত বছরের কর্মজীবনে হাজার হাজার ফ্রেম বন্দী হয়েছে তার ক্যামেরায়। যার মধ্যে থেকে কিছু বাছাই ছবি নিয়ে তার বই প্রকাশ হলো মঙ্গলবার। বইয়ের নাম ছবিওয়ালার গল্প। সেখানে প্রত্যেকটি ছবির নেপথ্যের গল্পও তুলে ধরেছেন তিনি। আবার গোলমালের জায়গাগুলো দেখে আসি কি অবস্থা। অনেক দূর থেকে দেখছি ট্রাম লাইনের উপর একটা মানুষ পড়ে আছে। কাছাকাছি গিয়ে দেখি ওই ফাঁকা রাস্তাটা শহরের ব্যতিক্রমী চিত্র। রাত্রের থমথমে ফাঁকা রাস্তাটা এই অশোক মজুমদার একা ট্রাম লাইনের উপর শুয়ে অশোক মজুমদার ছবি তুলছেন। আমরা সবাই যখন কাজ সেরে বাড়ি চলে যাচ্ছি তখন আরো কিছু ছবিকে হয়তো সেই ছবিটা কাগজে যাবে না। এটাই প্যাশন, এটাই নেশা, এটাই ফটোগ্রাফি আর এটাই অশোক মজুমদার। প্রেস ক্লাবের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক গৌতম ঘোষ, অভিনেতা দেবশংকর হালদার, ঋষির প্রসাদ ভাদড়ির মতো বহু বিশিষ্টরা। এই মুহূর্তগুলো ধরে রেখেছে এবং বোঝাই যাচ্ছে যে অশোকের জনপ্রিয়তা আপনারা এতজন এসছেন ওর বই রিলিজ এ এবং ওকে শুভেচ্ছা জানাতে। এইবারে আরেকটা এক্সিবিশন করা দরকার মনে হয়। এটা ভালো বই বেরিয়ে গেছে কিন্তু একটা এক্সিবিশন করা প্রয়োজন বলে আমার মনে হয়। ছবিওয়ালার গল্প বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে বইমেলায়। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola