Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় সিটের প্রধান হচ্ছেন অশ্বিন শেনভি, নাম চূড়ান্ত আদালতের। Bangla News

নিয়োগ দুর্নীতি মামলায় সিটের প্রধান হচ্ছেন অশ্বিন শেনভি। নাম চূড়ান্ত করে জানাল আদালত। ৭ দিনের মধ্যে তাঁকে দায়িত্ব নেওয়ার নির্দেশ। আদালতে ডিআইজি পদমর্যাদার ৩ আধিকারিকের নাম দেয় সিবিআই। ৩ জনই দুর্নীতি মামলায় পারদর্শী। সুধাংশু খারে কর্মরত কলকাতায়, মাইকেল রাজ কর্মরত রাঁচিতে, অশ্বিন শেনভি বর্তমানে কর্মরত চণ্ডীগড়ে। 'আমি এমন একজনকে চাই, যিনি রাজ্যের ভৌগলিক অবস্থান জানেন', মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola