IIT Student Death: খড়গপুর আইআইটিতে ছাত্রের রহস্যমৃত্যু, CBI চান অসমের মুখ্যমন্ত্রী।ABP Ananda Live

খড়গপুর আইআইটিতে ছাত্রের রহস্যমৃত্যু, CBI চান অসমের মুখ্যমন্ত্রী। CBI তদন্ত চেয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে চিঠি অসমের মুখ্যমন্ত্রীর। ১৪.১০.২২: খড়গপুর আইআইটিতে ফৈজন আহমেদের রহস্যমৃত্যু। আইআইটির হস্টেলে তৃতীয় বর্ষের ইঞ্জিনিয়ারিং ছাত্র ফৈজানের দেহ উদ্ধার। 'দ্বিতীয় অটোপসিতে দেহে গুলির চিহ্ন, গলায় কোপানোর ক্ষত'। স্বচ্ছ-নিরপেক্ষ CBI-এর হাতে তদন্তভার দিন, আবেদন হিমন্ত বিশ্বশর্মার। CID তদন্ত বা SIT গঠনের দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ মৃতের পরিবার। আদালতের নির্দেশে দ্বিতীয়বার ময়নাতদন্ত, রুজু হয় খুনের মামলা। 'আত্মহত্যা নয়, খুন করা হয়েছে তিনসুকিয়ার বাসিন্দা ফৈজানকে'। সন্দেহ অসমের মুখ্যমন্ত্রীর, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে CBI তদন্তের আবেদন।                                                                                                

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola