Coochbehar News: ফের কোচবিহারের বাসিন্দাকে এনআরসি নোটিস অসম সরকারের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ফের কোচবিহারের বাসিন্দাকে এনআরসি নোটিস অসম সরকারের । কোচবিহারের বক্সিরহাটের বাসিন্দা আরতি ঘোষকে এনআরসি নোটিস অসম সরকারের । ১৯৯১ সালে অসমে বিয়ে হয় আরতি ঘোষের । ২০১৮ সালে নাগরিকত্বের প্রমাণের জন্য নথি চায় অসম সরকার । নথি দিতে না পারায় এনআরসি-তে নাম উঠে গেছে বলে অভিযোগ । নথি পেতে তুফানগঞ্জের মহকুমা শাসকের দ্বারস্থ হলেও সহযোগিতা করেননি, অভিযোগ আরতি ঘোষের । আজ আরতি ঘোষের সঙ্গে দেখা করেন কোচবিহার জেলার তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক
আরও খবর...
জোকা আইআইএম-এ ধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড়। ঠিক কী ঘটেছিল সেদিন? এবার ক্যাম্পাসের সমস্ত সিসিটিভি ফুটেজ চাইল পুলিশ। কোথায় কোথায় গিয়েছিলেন তরুণী, কে নিয়ে গিয়েছিলেন? জানতে ফুটেজ তলব করল পুলিশ।
জোকার ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্টে ধর্ষণের অভিযোগ উঠেছে এক পড়ুয়ার বিরুদ্ধে। জোকার IIM কলকাতায় মনোবিদকে ধর্ষণের অভিযোগের তদন্তে ক্যাম্পাসের সমস্ত CC ক্যামেরার ফুটেজ চাইল পুলিশ। সূত্রের খবর, রাস্তায় লাগানো CC ক্যামেরায় শুক্রবার তরুণী মনোবিদকে ক্যাম্পাসে ঢুকতে দেখা যায়। তরুণী ক্যাম্পাসের কোথায় কোথায় গেছিলেন, কে তাঁকে নিয়ে গেছিলেন, সেই সমস্ত তথ্য জানার চেষ্টা চলছে। পাশাপাশি, লেক ভিউ হস্টেলের যে ঘরে যৌন নির্যাতন হয়েছে বলে অভিযোগ, সেই রুম সিল করে দিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে ফরেন্সিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করেছেন। বাজেয়াপ্ত করা হয়েছে অভিযুক্তের পোশাক। ধৃত ম্যানেজমেন্ট পড়ুয়ার মেডিকো লিগাল টেস্ট করানো হবে বলে পুলিশ জানিয়েছে।