Assembly By Election: মানিকতলা কেন্দ্রের TMC প্রার্থী হিসেবে সুপ্তি পাণ্ডের নাম ঘোষণা করল TMC

ABP Ananda Live: মুখ্যমন্ত্রী আগেই সিলমোহর দিয়েছিলেন, আজ মানিকতলা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে সাধন-জায়া সুপ্তি পাণ্ডের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করল তৃণমূল। প্রার্থীপদ পাওয়া নিয়ে কী বললেন সুপ্তি পাণ্ডে ও মেয়ে শ্রেয়া পাণ্ডে, শুনুন।

৪ বিধানসভার উপ নির্বাচনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল। রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণে প্রার্থী মুকুটমণি অধিকারী। মানিকতলায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পাণ্ডে। বাগদায় ঠাকুরনগরের মতুয়াবাড়িই ভরসা তৃণমূল কংগ্রেসের। বাগদায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতাবালা-কন্যা মধুপর্ণা ঠাকুর। যদিও লোকসভা নির্বাচনে। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণে হেরে যাওয়া কৃষ্ণ কল্যাণী, মুকুটমণিতেই ভরসা শাসকের। ১০ জুলাই এই ৪ কেন্দ্রে হবে উপ নির্বাচন।

উল্লেখ্য়, ঠাকুরনগরের রাজনীতির কেন্দ্রে সব সময়ই থাকে ঠাকুর পরিবার। শান্তনু ঠাকুর বনগাঁর সাংসদ। কেন্দ্রের জাহাজ প্রতিমন্ত্রী। মমতাবালা ঠাকুর তৃণমূলের রাজ্যসভার সাংসদ। এরই মধ্যে রাজনৈতিক যুদ্ধে তৃণমূলের বাজি মমতাবালার মেয়ে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola