Assembly By Election: দুই জয়ী তৃণমূল প্রার্থীর শপথ নিয়ে টানাপোড়েন। ABP Ananda Live

ABP Ananda Live: বরানগর ও ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার ১৭ দিন পরেও দুই জয়ী তৃণমূল প্রার্থীর শপথ নিয়ে টানাপোড়েন। শপথ গ্রহণের অনুমতি চেয়ে বিধানসভার সচিবের দেওয়া চিঠির এবার পাল্টা চিঠি দিলেন রাজ্য়পাল সি ভি আনন্দ বোস। রাজভবন সূত্রের খবর, নিয়ম অনুযায়ী পরিষদীয় দফতর থেকে শপথের অনুমোদন চেয়ে কোনও চিঠি আসেনি। তাই এ নিয়ে পাল্টা চিঠি দিয়েছেন রাজ্য়পাল। ৪ জুন লোকসভা ভোটের পাশাপাশি রাজ্য়ের দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেরও ফল ঘোষণা হয়। তারপর জয়ী সদস্য়দের শপথ গ্রহণের অনুমতি চেয়ে রাজ্য়পালকে চিঠি দেন বিধানসভার সচিব। প্রসঙ্গত, এর আগে ধূপগুড়ির তৃণমূল বিধায়ক নির্মলচন্দ্র রায়ের শপথ গ্রহণ ঘিরেও রাজ্য়-রাজ্য়পাল টানাপোড়েন তৈরি হয়েছিল। ফের দুই জয়ী তৃণমূল প্রার্থীর শপথ ঘিরে নবান্ন ও রাজভবনের মধ্য়ে তৈরি হল টানাপোড়েন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola