ABP News

Mamata Banerjee: ধর্ম নিয়ে বিধানসভায় আক্রমণ-পাল্টা আক্রমণ, ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী

Continues below advertisement

ABP Ananda Live: ধর্ম নিয়ে বিধানসভায় আক্রমণ-পাল্টা আক্রমণ, ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী। 'বিহার, ত্রিপুরা থেকে চিকিৎসা করতে এলে, তখন তো বলি না করব না?''কিসের ধর্ম, আমদানি করা ধর্ম নয়, আমরা শান্তির কথা বলি'। 'যোগ্য জবাব দেওয়ার জন্য মানুষ কিন্তু তৈরি হচ্ছে'। ধর্ম নিয়ে নাম না করে বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর । 

 

'চাকরি বিক্রির নামে ৭৮ কোটি টাকা তুলেছিলেন', বিজেপি নেতা অরুণকে সমন CBI -র

বিজেপি নেতা অরুণ হাজরার নামে সমন জারি CBI-এর। CBI-এর বিশেষ আদালতে বিজেপি নেতার বিরুদ্ধে সমন জারি । একমাসের মধ্যে আদালতে এসে হাজিরা দেওয়ার নির্দেশ বিজেপি নেতাকে। এজেন্ট নিয়োগ করে চাকরি বিক্রির নামে ৭৮ কোটি টাকা বাজার থেকে তুলেছিলেন অরুণ হাজরা আগেই চার্জশিটে দাবি সিবিআইয়ের। 

 

নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ

নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ। খারিজ করল কলকাতা হাইকোর্টের  বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। CBI-এর মামলায় জামিনের আবেদন খারিজ। 'তদন্ত এখনও শেষ হয়নি, পুরসভায় অযোগ্যদের চাকরি দেওয়ার ক্ষেত্রে অয়ন শীলের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে', দাবি CBI-এর। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram