Assembly Chaos: বিজেপি বিধায়ককে ব্যক্তিগত আক্রমণ মমতার। পাল্টা স্লোগান বিজেপির

ABP Ananda Live: কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা থেকে বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্য়ায়কে ব্য়ক্তিগত আক্রমণের অভিযোগ... একাধিক ইস্য়ুতে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ শানালেন মুখ্য়মন্ত্রী। পাল্টা বিজেপির প্রতিবাদে উত্তাল হয়ে উঠল বিধানসভা। দুপক্ষের তর্কাতর্কি, স্লোগানে প্রবল উত্তেজনা। আজকের জন্য় বিজেপি বিধায়ক মনোজ ওঁরাও-কে সাসপেন্ড করেন অধ্য়ক্ষ। সতর্ক করা হয় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে। এছাড়াও আরও একাধিক ইস্য়ুতে দুপক্ষের সংঘাতের সাক্ষী হয় বিধানসভা।

 

'পহেলগাঁও হামলার ৫৫ দিন অতিক্রান্ত'। এক্স হ্যান্ডলে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এক্স হ্যান্ডল পোস্টে ৫টি প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 'কী করে ৫ জন জঙ্গি সীমান্ত পেরিয়ে এসে ২৬ জন নিরপরাধ মানুষকে খুন করল?' 'গোটাটাই গোয়েন্দা ব্যর্থতা, তারপরেও হামলার একমাসের মধ্যে কেন গোয়েন্দাপ্রধানের মেয়াদ বৃদ্ধি?' 'যদি বিরোধী দলনেতাদের বিরুদ্ধে মোদি সরকার পেগাস্যাস সফটওয়ার ব্যবহার করতে পারে, তাহলে  জঙ্গিদের ক্ষেত্রে কেন নয়?' 'কোথায় আছে পহেলগাঁওয়ে হামলা চালানো জঙ্গিরা? তার কি মৃত না জীবিত? কেন এই নিয়ে নীরব সরকার?' ' POK কবে দখল করবে ভারত? যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের দাবির উত্তর কবে আসবে? কেন ১৪০ কোটির আবেগ গুরুত্ব পাচ্ছে না?' '৩৩টি দেশে পহেলগাঁও হামলার পর গেল প্রতিনিধিদল। তাদের মধ্যে ক'টি দেশ পুরোপুরি ভারতের পাশে দাঁড়িয়েছে?' পহেলগাঁওকাণ্ডের প্রেক্ষিতে মোদি সরকারের উদ্দেশে পরপর ৫টি প্রশ্ন অভিষেকের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola