Mamata Banerjee: ... এর থেকে তো মৃত্যুও হওয়া ভাল I কোন প্রসঙ্গে বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী

ABP Ananda Live: রাজনৈতিক আক্রমণ, পাল্টা আক্রমণে বার বার উঠে এসেছে অতীত। সংসদে কাগজ ছোড়া থেকে বিধানসভা ভাঙচুরের ঘটনায় বার বার আঙুল উঠেছে তাঁর দিকে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এবার সেই নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। কেন সংসদে কাগজ :ছিঁড়েছিলেন, জানালেন। সেই সঙ্গে জানালেন, দল উত্তেজিত হয়ে পড়েছিল বটে। কিন্তু তিনি নিজে কোনও আসবাব ভাঙচুর করেননি। 

 

রাজ্যের সরকারকে একদিন আগে 'মোল্লাদের সরকার, মুসলিমদের সরকার' বলে উল্লেখ করেন শুভেন্দু। সেই নিয়ে মমতার বক্তব্য, "আমি মুসলিম লিগ? বাংলায় কত শতাংশ মুসলিম থাকে? নতুন করে জনগণনা হয়নি। কিন্তু বাংলায় যে মুসলিমরা রয়েছে, তারা স্কুলে যাবে বা? শিক্ষা পাবে না? তাদের একঘরে করে দিতে হবে? তাদের মারতে হবে, খুন করতে হবে? আর আমি যদি বলি আমার হাতের পাঁচটা আঙুলের মতো হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ সবাই সমান, সেটা অন্যায়! আমাকে মুসলিম লিগ বলছে! নির্বাচনের সময় তৃণমূলকে হারাতে আপনারাই তো মুসলিম লিগের সাহায্য নেন? অন্য দলকে হারাতে সাহায্য নেন। বেলুনটা ফাঁস করব! কিছু বলার আগে মনে রাখবেন। মানুষই থোঁতা মুখ ভোঁতা করে দেবেন, আমাকে করতে হবে না। এত অশ্লীল কথা বলছেন, একটা ধর্মের নামে এত কুৎসা, অপপ্রচার করছেন। আমরা সকলকে নিয়ে চলি। আসলে আমাকে ফেস করতে পারে না বলে এসব বলে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola