Assembly Oath Contro: দ্রুত শপথগ্রহণ চেয়ে এবার রাজ্যপালকে চিঠি ২ তৃণমূল প্রার্থীর। ABP Ananda Live

Continues below advertisement

West Bengal News: বুধবার বিধানসভার বারান্দার পর বৃহস্পতিবার অম্বেডকরের মূর্তির পাদদেশে অবস্থানে বসতে চলেছেন উপনির্বাচনে জিতে আসা ভগবানগোলা ও বরানগরের জয়ী প্রার্থীরা। ফের, দ্রুত শপথগ্রহণ চেয়ে জয়ী ২ তৃণমূল প্রার্থী চিঠি দিলেন রাজ্যপালকে। পাশাপাশি, সূত্রের খবর, রাজভবনের উপর চাপ বাড়িয়ে এবার আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। এদিন, বিধানসভায় আসেন আইনমন্ত্রী মলয় ঘটক। দীর্ঘক্ষণ বৈঠক করেন অধ্যক্ষের সঙ্গে। 

আরও চরমে সংঘাত। বুধবার শপথগ্রহণ চেয়ে রাজ্যপালের অপেক্ষায় ৪ ঘণ্টা বিধানসভার বারান্দায় বসে থাকার পর, এবার বৃহস্পতিবার অম্বেডকরের মূর্তির পাদদেশে অবস্থানে বসছেন উপনির্বাচনে জয়ী ২ তৃণমূল প্রার্থী। দ্রুত শপথগ্রহণ চেয়ে রাজ্যপালকে ফের চিঠিও দিলেন তাঁরা। পাশাপাশি, সূত্রের খবর, রাজভবনের উপর চাপ বাড়িয়ে আইনি পদক্ষেপের লোকসভায় ৫০০-র বেশি সাংসদের শপথগ্রহণ নির্বিঘ্নে হয়েছে সংসদ ভবনেই হয়েছে।  প্রোটেম স্পিকার শপথ বাক্য় পাঠ করিয়েছেন অথচ বাংলায় উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল প্রার্থীর শপথ নিয়ে টানাপোড়েনের অন্ত নেই।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram