Rajbhawan: উপনির্বাচনে জিতে আসা বিধায়কদের শপথ নিয়ে ফের বাড়ল জটিলতা, ফের চিঠি দুই জয়ী প্রার্থীকে | ABP Ananda LIVE
ABP Ananda LIVE:উপনির্বাচনে জিতে আসা বিধায়কদের শপথ নিয়ে ফের বাড়ল জটিলতা । ২৬ জুন জয়ী প্রার্থীদের রাজভবনে এসে শপথ নেওয়ার জন্য প্রথমে চিঠি দেন রাজ্যপাল
অধ্যক্ষের কাছেই শপথ নিতে ইচ্ছুক, চিঠি দিয়ে জানিয়েছেন সায়ন্তিকা, রেয়াত হোসেন । আজ রাজভবন থেকে ফের চিঠি পাঠানো হয়েছে দুই জয়ী প্রার্থীকে । ৩ পাতার দীর্ঘ চিঠিতে ফের রাজভবনে এসে শপথ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে দু'জনকে । পাশাপাশি এই চিঠিতে জয়ী প্রার্থী শপথ না নিলে কী কী জটিলতা হতে পারে তারও বিস্তারিত উল্লেখ আছে
এই প্রসঙ্গে চিঠিতে সংবিধানের একাধিক ধারারও উল্লেখ আছে । চিঠিতে একথাও উল্লেখ করা হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজভবনে শপথ নিয়েছেন । তাৎপর্যপূর্ণ ব্যাপার হল শপথ বাক্য কে পাঠ করাবেন তার কোনও উল্লেখ চিঠিতে নেই, দাবি তৃণমূল শিবিরের । শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে টানাপোড়েনের মধ্যে রাজভবনের ট্যুইট । অধ্যক্ষের তরফে দেওয়া চিঠি রাজ্যপালের মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার সামিল বলে ট্যুইটে উল্লেখ । শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য রাজভবন প্রস্তুত আছে বলেও সূত্রের খবর