Sukanta Majumdar: 'রামনবমীর মিছিলে হামলা পূর্ব পরিকল্পিত', মন্তব্য় সুকান্ত মজুমদারের। ABP Ananda Live

Continues below advertisement

'রামনবমীকে কেন্দ্র করে বাংলায় হিংসা, বাংলার আইনশৃঙ্খলার অবস্থা ভয়ঙ্কর'। 'রাজ্যপালকে হিংসা নিয়ে প্রতিবেদন দিয়েছি'। 'রামনবমীর মিছিলে হামলা পূর্ব পরিকল্পিত'
'তৃণমূল কংগ্রেসের তরফে প্ররোচনা দেওয়া হয়েছে'। 'রামনবমী মিছিলে হামলা থেকে রাজ্যে যৌন নির্যাতন, অস্ত্র উদ্ধার, জানানো হয়েছে রাজ্যপালকে'। 'রাজ্যপাল অনুভব করেছেন বাংলার পরিস্থিতি খুব খারাপ', দাবি সুকান্তর। 'রাজ্যপাল উদ্বিগ্ন, সেজন্যই দার্জিলিং সফর বাতিল করে রিষড়ায় গিয়েছিলেন'। 'তিনদিনের মধ্যে রাজ্যের রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক'। 'এখন আর রিষড়া যাব না, যদি ফের হিংসা হয়, তাহলে কলকাতাতেই ধর্নায় বসব'। 'এখনই কেন্দ্রীয় হস্তক্ষেপ জরুরি, রাজ্যে গুন্ডাগিরি চলতে পারে না'। 'প্রশাসন নির্বিকার, প্রশাসনের ওপর রাজনৈতিক চাপ রয়েছে'। 'পুলিশকে রাজনৈতিক নেতারা নির্দেশ দিচ্ছেন'।'শান্তি বজায় রাখুন', আবেদন সুকান্ত মজুমদারের। 'দুর্নীতি থেকে নজর ঘোরানোর চেষ্টা মুখ্যমন্ত্রীর, নিজের পরিবার ছাড়া কারও চিন্তা নেই মুখ্যমন্ত্রীর'।'রামনবমীর মিছিলে অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না, অন্য মিছিলের ক্ষেত্রে তা প্রযোজ্য নয় কেন ?'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram