Ariadaha News:গ্যাং-জয়ন্তর হাত থেকে রেহাই নেই অটো চালকদেরও! আড়িয়াদহের আরও অত্যাচারের পর্দাফাঁস
গ্যাং-জয়ন্তর হাত থেকে রেহাই নেই অটো চালকদেরও! কথা না শুনলেই রুট থেকে তুলে অটো বাজেয়াপ্ত জয়ন্ত-বাহিনীর! আড়িয়াদহের ত্রাস জয়ন্তের আরও অত্যাচারের পর্দাফাঁস। 'বেআইনিভাবে রথতলা-দক্ষিণেশ্বর রুটে অটো ঢুকিয়ে হুমকি। প্রতিবাদ করলেই ৬ নম্বর পার করতে না দেওয়ার হুমকি', ৬ নম্বর বলে তালতলা ক্লাবে অটো বাজেয়াপ্ত করে তলবের অভিযোগ। 'অটো বাজেয়াপ্তের পরেই মালিককে ডেকে তালতলা ক্লাবে সালিশি সভা। সালিশি সভায় মালিককে ডেকে রফার পরে ছাড়া হত অটো', ক্লাবে ঢুকিয়ে মার থেকে অটো বাজেয়াপ্ত করে সালিশি সভা। আড়িয়াদহের ত্রাস জয়ন্তর তালতলা ক্লাব অত্যাচারের আঁতুড়ঘর । জয়ন্তের এক শাগরেদের বিরুদ্ধে বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের ।