Saayoni Ghosh: ED-র তলব এড়িয়ে ,পঞ্চায়েত ভোটের প্রচারে গলসিতে গেলেন সায়নী ঘোষ | ABP Ananda LIVE
Panchayat Election: ইডির (ED) ডাকে সিজিও কমপ্লেক্সে (CGO Complex)নয়, পঞ্চায়েত ভোটের প্রচারে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) গলসিতে গেলেন সায়নী ঘোষ (Saayoni Ghosh)। বদলে আইনজীবীর সহযোগী মারফৎ নথি পাঠালেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে। সূত্রের দাবি, পঞ্চায়েত ভোটের প্রচারে ব্যস্ততার কথা জানিয়ে ইডিকে চিঠি লিখেছেন যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী। সায়নী ঘোষ আজ ইডি দফতরে যাবেন কিনা, তা নিয়ে এদিন দিনভর জারি রইল জল্পনা।