Awas Scam: প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ । ক্যানিং ১ নম্বর ব্লকের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের ঘটনা । মামলাকারী ৫ জনের টাকাই ভুল অ্যাকাউন্টে গিয়েছে, রিপোর্ট দিয়ে জানাল রাজ্য
আরও খবর..
প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ । ক্যানিং ১ নম্বর ব্লকের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের ঘটনা । মামলাকারী ৫ জনের টাকাই ভুল অ্যাকাউন্টে গিয়েছে, রিপোর্ট দিয়ে জানাল রাজ্য । এটা ইচ্ছাকৃত জালিয়াতি, মন্তব্য বিচারপতির । বিডিও এবং পঞ্চায়েত প্রধানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর তলব বিচারপতি রবি কিষাণ কাপুরের । অবিলম্বে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী পদক্ষেপের নির্দেশ কলকাতা হাইকোর্টের
আজ ও কাল ছটপুজো। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে, ছট পুজো নিষিদ্ধ দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর এবং পূর্ব কলকাতার সুভাষ সরোবরে। দূষণ রুখতে তৎপর KMDA। দুটি সরোবরের গেটের সামনে বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছে। সরোবর লাগোয়া রাস্তায় বসানো হয়েছে গার্ডরেল। সরোবরে
ঢোকায় নিষেধাজ্ঞা জারি করে প্রতিটা গেটে টাঙানো হয়েছে ফ্লেক্স।মোতায়েন রয়েছে পুলিশ। গতকাল রাত ৮টা থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরের সমস্ত গেট। আগামীকাল বেলা ১২টা পর্যন্ত গেট বন্ধ থাকবে। বিকল্প হিসাবে ছটপুজোর জন্য শহরের বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে কৃত্রিম জলাশয়।