Sat Sokale: 'তৃণমূল কর্মীর অ্যাকাউন্টে ঢুকেছে আবাসের টাকা', টাকা হাতে পেতে অভিনব প্রতিবাদ দম্পতির

Continues below advertisement

কাঁথির রাঙামাটি শ্মশানের টেন্ডার দুর্নীতি মামলায়, এবার অভিযোগকারিণী কাকলি পণ্ডার স্বামীকে তলব করল সিবিআই। আজই নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। কেন্দ্রীয় এজেন্সির দাবি, কাকলির অভিযোগপত্র তাঁর স্বামী শান্তনু কাঁথি থানায় জমা দিতে গিয়েছিলেন। CBI সূত্রে খবর, যে প্রভাবশালীর কথা অভিযোগকারিণী জানিয়েছিলেন, তদন্তে এখনও তাঁর নাম উঠে আসেনি। তাই অভিযোগকারিণীর স্বামীকে জিজ্ঞাসাবাদ করে তথ্য পেতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এছাড়াও, কাঁথি থানার তদন্তকারী অফিসার ও আরও দুই পুলিশ কর্মীকে আজ নিজাম তলব করেছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, তদন্ত কীভাবে এগিয়েছিল, IO-র কাছে তা জানতে চাওয়া হবে।

শিলদায় পঞ্চায়েত অফিসেই স্ত্রীকে নিয়ে সংসার পাতলেন এক দম্পতি। আবাসের টাকা তৃণমূল কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার অভিযোগ। তালিকায় নাম থাকা সত্ত্বেও বাড়ি না মেলায় অভিনব বিক্ষোভ ঝাড়গ্রামে। যদিও পরে প্রশাসনের আশ্বাসে বাড়ি ফেরেন দম্পতি।

মালদার মানিকচকে উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের অফিসে কেন্দ্রীয় মন্ত্রীর বৈঠক চলাকালীন বাইরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিলকে উদ্দেশ্য করে উঠল গো ব্যাক স্লোগান। দেখানো হল কালো পতাকাও। কেন্দ্রীয় প্রকল্পগুলি নিয়ে খোঁজ নিতে এদিন তৃণমূল পরিচালিত উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের অফিসে যান কেন্দ্রীয় মন্ত্রী। বৈঠক চলাকালীন পঞ্চায়েত অফিসের বাইরে গঙ্গা ভাঙন, আবাস-দুর্নীতির অভিযোগ বিভিন্ন ইস্যুতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। যদিও কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, রাজ্য সরকারের বিরুদ্ধে এটা সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ।

রাতের শহরে নিউটাউনে বেপরোয়া গতির বলি দুই বাইক আরোহী।গুরুতর জখম হন আরও একজন। গতকাল রাত ২টো নাগাদ ইকো পার্কের সামনে মিষ্টি হাবের কাছে দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, তিন বাইক আরোহীই মত্ত অবস্থায় ছিলেন। দ্রুত গতিতে যাওয়ার সময়, নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারেন বাইক চালক। ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। গুরুতর জখম আরও একজনকে বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সল্টলেকের FD ব্লকের ঝুপড়ি মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। ভোর সাড়ে ৫টা নাগাদ আগুন লাগে। শতাধিক দোকান ইতিমধ্যেই ভস্মীভূত হয়ে গেছে। দমকলের ৩টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। হাওয়া থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের।

নিউটাউনে উদ্বোধন হল ইন্সটিটিউট অফ হিউম্যান এক্সিলেন্সের প্রথম পর্যায়ের। বিবেক তীর্থর অংশ হিসেবে গড়ে ওঠা এই ইন্সটিটিউট অফ হিউম্যান এক্সিলেন্সে থাকছে মানব উৎকর্ষ চর্চাকেন্দ্র, প্রশিক্ষণ কেন্দ্র, কম্পিউটার শিক্ষাকেন্দ্র, মূল্যবোধ চর্চা কেন্দ্র, গ্রন্থাগার-সহ অনেক কিছু। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ এবং রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

সাহিত্যিক-সম্পাদক নগেন্দ্রনাথ গুপ্তকে নিয়ে বই লিখলেন প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত। কলেজ স্কোয়ারের থিয়োসফিক্যাল সোসাইটিতে বইটি প্রকাশিত হয়। ট্রিবিউন পত্রিকার সম্পাদক নগেন্দ্রনাথ গুপ্তর জীবনী বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরাই লক্ষ্য, জানিয়েছেন লেখক।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram