SSC Case: পঞ্চায়েতে কর্মসূত্রে পরিচয়, চাকরিও ছাড়েন পর পর, অয়ন কি শুধুই শ্বেতার পরিচিত!
Continues below advertisement
অয়নের অ্যাকাউন্ট থেকে পাঁচ দফায় শ্বেতার অ্যাকাুন্টে ৫৫ লক্ষ টাকা ঢুকেছে বলে দাবি তদন্তকারীদের। তাই শ্বেতার সঙ্গে অয়নের সম্পর্ক নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। যদিও শ্বেতা নিজে অয়নকে পরিচিতর গণ্ডিতেই রেখেছেন (SSC Case)।কিন্তু নেহাত পরিচিতি নয়, শ্বেতা এবং অয়নের মধ্যে যোগাযোগ দীর্ঘ দিনেরই, অন্তত তাঁদের এককালের সতীর্থরা তেমনই জানাচ্ছেন। জানা গিয়েছে, শ্বেতা এবং অয়ন পরস্পরকে বেশ কয়েক বছর ধরেই চেনেন। একসময় হুগলির বলাগড়ের ডুমুরদহ নিত্যানন্দপুর-১ নম্বর গ্রাম পঞ্চায়েতে একসঙ্গে কাজ করতেন অয়ন এবং শ্বেতা।
Continues below advertisement