Ayan Seal: রকেট গতিতে উত্থান! অয়নের হাত ধরেই রুপোলি দুনিয়ায় শ্বেতার প্রবেশ
নিয়োগ দুর্নীতির টাকা কি টলিউডে বিনিয়োগ করেছিলেন, শান্তনু বন্দ্য়োপাধ্য়ায় ঘনিষ্ঠ অয়ন শীল? তাঁর প্রযোজনায় রুপোলি দুনিয়ায় পা রেখেছিলেন, তাঁর ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তী। অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্য়ায় পরিচালিত কবাডি কবাডি সিনেমায়।