Ayan Sil: দক্ষিণ কলকাতায় ছেলের বান্ধবীর নামে এক কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন অয়ন শীল

Continues below advertisement

Ayan Sil: দক্ষিণ কলকাতায় ছেলের বান্ধবীর নামে এক কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন অয়ন শীল। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডি-র কাছে বিস্ফোরক দাবি করেছেন অয়নের ছেলে অভিষেকের বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায়। ইমনের দাবি, কী কারণে ফ্ল্যাট কেনা হয়েছিল, তা তাঁর অজানা। অয়নের ছেলে অভিষেক শীলের বিজনেস পার্টনার ইমন। ইডি-র দাবি, জিজ্ঞাসাবাদে ইমন জানিয়েছেন, বিভিন্ন সময় অয়ন তাঁকে একাধিক নথিতে সই করিয়েছেন। তবে কি ইমনের নামে-বেনামে একাধিক সম্পত্তি কেনা হয়েছিল, খতিয়ে দেখছে ইডি। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, টাকা ফেরত দিতে আগ্রহী অয়নের ছেলের বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram