Jalpaiguri:লাটাগুড়ির জঙ্গল সংলগ্ন এলাকায় বেআইনিভাবে আবাসন তৈরির অভিযোগ,ঘটনাস্থল পরিদর্শনে জয়ন্ত রায়

Continues below advertisement

Jalpaiguri: লাটাগুড়ির জঙ্গল (Lataguri Forest) ও গরুমারা অভয়ারণ্য (Gorumara National Park ) সংলগ্ন এলাকায় নির্বিচারে গাছ কেটে বেআইনিভাবে আবাসন তৈরির অনুমতি দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ শিল্পপতিকে সুবিধা পাইয়ে দিতেই এই অনুমোদন। এই অভিযোগ তুলে গতকাল জলপাইগুড়ির (Jalpaiguri) বিজেপি সাংসদ (BJP MP) জয়ন্ত রায়ের (Jayanta Roy) নেতৃত্বে ৮ জন বিধায়ক ঘটনাস্থল পরিদর্শনে যান। দলে ছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষও। লাটাগুড়ি জঙ্গল লাগোয়া নির্মীয়মাণ আবাসন প্রকল্প পরিদর্শন করে বিধায়কের অভিযোগ, বন্যপ্রাণ সংরক্ষণ আইন ভেঙে এই আবাসন তৈরি হচ্ছে। প্রয়োজনে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপির সাংসদ-বিধায়কদের প্রতিনিধিদল

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram