Ayodhya: চন্দননগরের আলোকমালায় সেজে উঠছে অযোধ্যা নগরী, পথঘাটে রঙিন আলোর স্রোত
চন্দননগরের আলোকমালায় সেজে উঠছে অযোধ্যা নগরী। তাতে রাম আছেন। রামমন্দির আছে। আছেন রামায়ণের চরিত্ররাও। রামমন্দির উদ্বোধনের আবহে মনোরম এই উপস্থাপনার নেতৃত্বে রয়েছেন চন্দননগরের আলোকশিল্পী মনোজ সাহা আর তাঁর টিম।