ABTA: এবার ABTA প্রকাশিত মাধ্যমিক টেস্ট পেপারেও 'আজাদ কাশ্মীর' বিতর্ক! | ABP Ananda
1. নিয়োগকাণ্ডে আপাতত ইডির জালে হুগলির (Hoogly) যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। কিন্তু প্রশ্ন উঠছে, কোটি কোটি টাকা তোলার যে অভিযোগ উঠছে, তা কি কুন্তল একাই তুলেছিলেন? না, টাকা তুলতে এজেন্টও রেখেছিলেন তিনি? এই প্রেক্ষাপটেই সামনে আসছে বেশ কয়েকটি নাম। ১০ শতাংশ কমিশন বাদে, নিয়োগকাণ্ডে তোলা টাকার পুরোটাই নিয়েছে অন্য ব্যক্তি বা থার্ড পার্সনসরা। জেরায় ধৃত যুব তৃণমূল নেতা (TMC leader) কুন্তল ঘোষ এমনই জানিয়েছেন বলে আদালতে দাবি করেছে ইডি। কিন্তু সেই ব্যক্তিরা কারা? এই থার্ড পার্সনসরাই কি প্রভাবশালী? উঠছে প্রশ্ন। আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।
2.'আজাদ কাশ্মীর কী'? সঠিক উত্তর লিখলে মিলবে ২ নম্বর। এবার ABTA প্রকাশিত মাধ্যমিক (Madhyamik) টেস্ট পেপারেও(Test Paper) 'আজাদ কাশ্মীর' (Azad Kashmir) বিতর্ক! বিষয়টি জানাজানি হতেই ভুল স্বীকার করেছে বামপন্থী শিক্ষক সংগঠন!
3.রাজারহাট (Rajarhat) শেষ হল সপ্তম সর্দার শহর প্রিমিয়ার লিগ। উদ্যোক্তা সর্দার শহর পরিষদ। দু-দিনের খেলায় অংশ নিয়েছিল মোট ৬টি দল।