Panagarh News: পানাগড়কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত বাবলু যাদব | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: পানাগড়কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত বাবলু যাদব । তরুণী মৃত্যুর ৪ দিনের মাথায় গ্রেফতার বাবলু । কাঁকসা থানায় ধৃত বাবলু যাদবকে নিয়ে আসা হয়েছে । ঘটনার দিন সাদা গাড়ি চালাচ্ছিলেন বাবলু । রেষারেষির জেরে দুর্ঘটনার ফলে মৃত্যু, আগেই জানিয়েছিল আসানসোল-দুর্গাপুর কমিশনার'

শহরে ফের ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণা

শহরে ফের ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণা। প্রতারণার জালে প্রাক্তন সেনা জওয়ান। আর্থিক তছরুপ মামলায় ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণার অভিযোগ। ধাপে ধাপে ১ কোটি ৭৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার ১। গুজরাতের সুরাট থেকে বিধাননগর সাইবার ক্রাইম থানার হাতে গ্রেফতার।

টিকিট কাটাকে ঘিরে ব্যান্ডেল স্টেশনে উত্তেজনা। ব্যান্ডেল স্টেশনে ১ নম্বর কাউন্টারে ভাঙচুর। মত্ত যুবকদের তাণ্ডব, ভেঙে দেওয়া হয় টিকিট কাউন্টারের কাচ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত আরপিএফ জওয়ান। রেল পুলিশের জামা ছিঁড়ে দেওয়ার অভিযোগ। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola