Babul Supriya: পবনের বিরুদ্ধে বাংলার মহিলাদের অসম্মানের অভিযোগ তুলে আক্রমণ বাবুল সুপ্রিয়র

ABP Ananda LIVE: 'বিজেপি (BJP) প্রথম তালিকায় কোনও প্রার্থীর সঙ্গে বিস্তারিত আলোচনা ছাড়া তাঁর নাম কখনই প্রথম তালিকায় ঘোষণা করা যায়না। পবন সিংহকে(Pawan Singh) নিয়ে যে ট্যুইট আপনারা দেখছেন সেটা পবন সিংহকে দিয়ে করানো হয়েছে', আক্রমণ বাবুলের (Babul Supriya)। প্রার্থী ঘোষণার পরই শুরু হয়ে গিয়েছিল দেওয়াল লিখন। আর সেই দেওয়াল লিখনের রঙ শুকোনোর আগেই, ভোটের লড়াই থেকে সরে দাঁড়ালেন আসানসোলের বিজেপি প্রার্থী পবন সিং। পবনের বিরুদ্ধে বাংলার মহিলাদের অসম্মানের অভিযোগ তুলে, শনিবার থেকেই পরপর পোস্ট করেছেন একাধিক তৃণমূল নেতা। এরপর, রবিবার ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করে পোস্ট করলেন ভোজপুরী তারকা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola