Babun Banerjee: 'নির্দল হয়ে দাঁড়াব না, দিদির জন্য সব পারি', ইউ-টার্ন বাবুনের
দিদি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্ক ছিন্ন করার কথা বলার পরই ইউ টার্ন ভাই বাবুনের। 'মমতা বন্দ্যোপাধ্যায় অভিভাবক হিসেবে যা বলেছেন ঠিক বলেছেন। দিদি যা বলেছেন, আমি আশীর্বাদ হিসেবে নিচ্ছি।' মুখ্যমন্ত্রীর ক্ষোভপ্রকাশের পরই সুর নরম বাবুন বন্দ্যোপাধ্যায়ের। হাওড়ায় নির্দল হয়ে ভোটে লড়াইয়ের সিদ্ধান্ত থেকেও সরে দাঁড়ালেন বাবুন।