Kolkata News: ছাদ থেকে জল পড়ে ভিজে যাওয়ায় তড়িদাহত ভবানীপুরের ক্যাথিড্রাল মিশন হাইস্কুলের বিল্ডিং

ABP Ananda LIVE: জীর্ণ স্কুলবাড়িতে ওঁৎ পেতে আছে বিদ্যুৎ। ছাদ থেকে জল পড়ে ভিজে যাওয়ায় তড়িদাহত হয়ে গিয়েছে গোটা স্কুল বিল্ডিং। পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে অন্য বিল্ডিং-এ ক্লাস করার সিদ্ধান্ত কর্তৃপক্ষের। ঘটনাটি ঘটেছে ভবানীপুরের ক্যাথিড্রাল মিশন হাইস্কুল। সরকারি সাহায্যপ্রাপ্ত এই স্কুলটি প্রায় একশো বছরের পুরনো। স্কুলের একটি বিল্ডিং-এর অবস্থা খুবই খারাপ।  সূত্রের খবর, বৃষ্টির জল চুঁইয়ে ভিজে গিয়েছে গোটা বিল্ডিং। যার ফলে তড়িদাহত হয়ে গিয়েছে ওই স্কুলবাড়ি। সেই কারণে বৃহস্পতি ও শুক্রবার বন্ধ ছিল স্কুল। শনিবার খুললেও ক্লাস করা যায়নি ওই বিল্ডিং-এ। ঠিক হয়েছে, সোমবার থেকে অন্য বিল্ডিং- এ একদিন ক্লাস হবে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির, অন্যদিন হবে নবম থেকে দ্বাদশের পঠনপাঠন।

 

 

'তেজস্বী যাদবের দুটি ভোটার কার্ড রয়েছে!' দাবি বিজেপি নেতা অমিত মালব্যর

বিহারে খসড়া ভোটার তালিকা থেকে খোদ বিরোধী দলনেতার নাম বাদের অভিযোগ। খসড়া ভোটার তালিকায় নেই নাম, দাবি লালুপুত্র তেজস্বী যাদবের। ভোটার তালিকা থেকে আমার নাম বাদ গিয়েছে, দাবি তেজস্বী যাদবের। তেজস্বী যাদবের অভিযোগ উড়িয়ে দিল নির্বাচন কমিশন। 'তেজস্বী যাদবের অভিযোগের ভিত্তিতে তদন্ত হয়েছে। বিহার ভেটেরনারি কলেজ লাইব্রেরি ভবনের ২০৪ নম্বর বুথে নাম রয়েছে। 'তেজস্বী যাদবের দুটি ভোটার কার্ড রয়েছে!' দাবি বিজেপি নেতা অমিত মালব্যর

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola