Bagda BJP Candidate: বাগদায় স্থানীয় প্রার্থী দাবি বিজেপি কর্মীদের! অন্দরেই তৈরি ক্ষোভ? ABP Ananda Live

বাগদাতে (Bagda BJP Candidate) বাইরের প্রার্থী চাই না, স্থানীয় প্রার্থী চাই। বাগদা উপনির্বাচনের জন্য বিজেপির প্রার্থী ঘোষণার আগে দাবি তুললেন দলীয় কর্মীদের একাংশ। বিজেপির প্রার্থী হিসেবে শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরের নাম জল্পনায় উঠে আসতেই কর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব। বাগদার বিজেপি কর্মী সঞ্জয় মল্লিক বলেন, 'আমরা বাগদায় বাইরের প্রার্থী চাই না, সেটা শান্তনু হোক কিংবা নরেন্দ্র মোদি হোক। টিএমসি ঠাকুরবাড়ি থেকে প্রার্থী দিয়েছে, এখন আবার শোনা যাচ্ছে, বিজেপির হবে নাকি ঠাকুরবাড়ির থেকে। মানুষ এটা ভাল চোখে নিচ্ছে না।' বাগদা পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য সুপ্রিয়া শিকদার বলেন, 'আমাদের বাগদা বিধানসভা থেকে বিজেপি প্রার্থী দিতে হবে। যখনই বিধানসভা নির্বাচন হয় তখনই আমরা খালি বাইরের প্রার্থী পাই। আমাদের যখনই একটা সিগনেচার করতে গেলে বনগাঁয় ছুটে যেতে হয়, কলকাতায় ছুটে যেতে হয়। আমাদের বাগদায় কি কোনও প্রার্থী নেই, কোনও যোগ্য মানুষ নেই যে বিধানসভা নির্বাচনে দাঁড়াতে পারে। আমরা স্থানীয় প্রার্থী চাইছি।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola