ABP News

Bagda TMC News: বাগদায় শান্তনুর কাছে হার, সেই আসনেই জিতলেন মমতার মেয়ে, কী বললেন এই তৃণমূল নেতা?

Continues below advertisement

তেরো বছর পর বাগদায় ঘাসফুল। জয়ী মধুপর্ণা ঠাকুর। বিজেপি প্রার্থীর পিছনে জয় বাংলা স্লোগান তৃণমূলের। বাগদায় শান্তনুর কাছে হার, সেই আসনেই জিতলেন মমতার মেয়ে, কী বললেন এই তৃণমূল নেতা? ভোট গণনার দিনও কাউন্টিং সেন্টারে তৃণমূলের জয় বাংলা স্লোগানের মুখে পড়লেন বাগদা উপনির্বাচনের বিজেপি প্রার্থী বিনয়কুমার বিশ্বাস। কাউন্টিং হলের মধ্যে জয় বাংলা স্লোগান দিচ্ছেন তৃণমূল কর্মীরা, অভিযোগ বিজেপি প্রার্থীর কাউন্টিং এজেন্টের। ভোটের দিনও তৃণমূলের জয় বাংলা স্লোগানের মুখে পড়েন বাগদার বিজেপি প্রার্থী বিনয়কুমার বিশ্বাস।                                                                                                                 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram